বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৮ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
উপজেলা নির্বাচন নিয়ে ইসির নতুন নির্দেশনা ইরান সার্বভৌমত্ব রক্ষা করে পরিস্থিতি সামাল দিতে সক্ষম: চীন বান্দরবানে দুর্গম পাহাড়ে অভিযানে কুকি-চিনের ৯ সদস্য গ্রেফতার আজমিরীগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি গঠন উদীচীর কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনী বিব্রত: ডিএমপি অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা শিগগিরই বাস্তবায়ন : তথ্য প্রতিমন্ত্রী ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করা নিয়ে যা বলছে সৌদি মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে যোগদান করলেন মুফতি মকবুল হোসাইন কাসেমী খুলনায় ইসলামী ছাত্র আন্দোলন নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আমাদের ভুল ধরিয়ে দিন; আমরা শুধরে নেব : পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরুল জান্নাত মান্না
চরমোনাই ময়দান থেকে

ইসলামী আন্দোলন বাংলাদেশেরের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সারা দেশের আলেম-ওলামার প্রতি আহবান জানিয়ে বলেছেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কাজ যদি ক্রুটিপূর্ণ হয়, তবে আসুন আমাদের ভুল ধরিয়ে দিন। আমরা শুধরে নেবো।”

সোমবার (২৭ নভেম্বর ) সকাল ১০ টায় চরমোনাই ময়দানে মাহফিলের দ্বিতীয় দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ওলামা সম্মেলনে সারা দেশের ওলামায়েকরামের প্রতি তিনি এ আহবান জানান।

সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশে যেভাবে ইসলামের বিরুদ্ধে অপশক্তি উঠে পড়ে লেগেছে তাদের ব্যাপারে ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।”

মাওলানা্ লোকমান হোসেন জাফরীর পরিচালনায় আয়োজিত ওলামা সম্মেলনে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন প্রেসিডয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আল্লামা নুরুল হুদা ফেয়েজী, ডাঃ মোখতার হোসাইন, রামপুরা মাদ্রাসার মোহতামিম মাওলানা মাহমুদুল হাসান, মহাসচিব মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমেদ, যুগ্ন মহাসচিব অধ্যাপক এটি এম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে  অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, মোঃ বরকত উল্লাহ লতিফ, মোঃ জান্নাতুল ইসলাম, মুফতী দেলোয়ার হোসেন সাকী, খুলনার মেয়র প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক, গাজীপুরের মেয়র প্রার্থী মোঃ নাসির উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে,এম, আতিকুর রহমান, সেক্রেটারী জেনারেল মাওলানা নেছার উদ্দিন, শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, ছাত্র আন্দোলনের সহ সভাপতি শেখ ফজলুল করীম মারুফসহ বিশিষ্ট ওলামায় কেরাম উপস্থিত ছিলেন ।

প্রসঙ্গত, চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনেও মানুষের উপস্থিতি ছিল চোখ পড়ার মতো।বাদ ফজর বয়ানের পর দুজন ভিন্ন ধর্মালম্বী কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেন। এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে । অসুস্থদের জন্য একটি বেসরকারী হাসপাতাল রয়েছে সেখানে তাদের প্রাথমিক চিকিত্‍সা চলছে ।

সূত্র জানা যায়, আগামীকাল সকালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ছাত্র গণ জমায়েত অনুষ্ঠিত হবে, আজ ফজর বাদ নায়েবে আমীর শায়েখে চরমোনাই মুফতী ফয়জুল করীম বয়ান করবেন এবং বুধবার সকালে আখেরী মোনাজাতের মাধ্যমে বিশ্বের তৃতীয় ইসলামী মহা সম্মেলন শেষ হবে।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ