শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


খুন ও গুমে ভয়ে দেশের সাধারণ মানুষ আতংকিত: ইশা ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  দেশে যেভাবে একের পর এক খুন, গুম ও ধর্ষণ বেড়ে চলছে তাতে সাধারণ মানুষের জীবন সঙ্কায় পড়েছে। তার সাথে সাথে শিক্ষাঙ্গনগুলিতে হল দখল ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় সরকার দলীয় ছাত্র সংগঠন লিপ্ত।ফলে সাধারণ শিক্ষার্থীরা তাদের জীবন নিয়ে উদ্দিগ্ন।

সোমবার (২০ নভেম্বর) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি জি.এম. রুহুল আমীন ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম এক যৌথ বিবৃতিতে একথা বলেন।

নেতৃদ্বয় আরো বলেন, সম্প্রতি সময় গুম একটি আতংকের নাম হয়েছে। যেভাবে
রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও সাংবাদিক গুম হচ্ছে তাতে দেশে কোনো সভ্য সরকার আছে বলে মনে হয় না।

তারা আরো বলেন, কয়েকদিন আগেও শরীয়তপুরে একটি দলের  নেতা বেশ কয়েকজনকে ধর্ষণ এবং তার ভিডিও চিত্র প্রকাশ করেছে। এবং পরবর্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করেই দায় এড়ানো হয়েছে। এভাবে একের পর এক নৃশংস সংবাদে জাতি আজ চরম হতাশাগ্রস্থ।

আরএম


সম্পর্কিত খবর