বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

সামরিক দিক থেকে সৌদি-ইরান কে বেশি শক্তিশালী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
সহ সম্পাদক

১৯৭৯ সালে খোমেনি আন্দোলনের পর থেকে সৌদি-ইরান দ্বন্দ্ব লেগেই আছে৷ বর্তমানে দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে৷

বিবিসি বলছে, অধিকাংশ সময় ইরানের মদদপুষ্ট ইয়েনের হুথি বিদ্রোহীরা সৌদি রাজধানি রিয়াদের দিকে মিসাইল ছুঁড়ে আসছে৷ যা সৌদি বাহিনী আকাশেই নষ্ট করে দিতে সক্ষম হচ্ছে৷ তবে যদি রিয়াদে একটিও সফল মিসাইল হামলা হয় তাহলে দুই দেশের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে৷

সৌদি-ইরানের স্থলপথে পারস্পরিক বর্ডার না থাকায় তাদের যুদ্ধ করতে হবে সমুদ্র অঞ্চলে৷ বিশ্লেষকরা বলছেন, যদি সৌদি-ইরান সমুদ্র অঞ্চলে যুদ্ধে লিপ্ত হয় তাহলে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে এবং পুরো বিশ্বে এর প্রভাব পড়বে৷

শুধু তাই নয়, ওই সমুদ্র বিশ্বে তেল সরবরাহের একমাত্র রাস্তা হওয়ায় আমেরিকাও তৃতীয় পক্ষ হিসেবে যুদ্ধে লিপ্ত হতে পারে৷ যুদ্ধের ফলে তেল সরবহারের পথ বন্ধ হয়ে যাবে৷

যদি দুই দেশের সামরিক শক্তির তুলনা করা হয় তাহলে নিম্নের চিত্রটিই দেখা যাবে৷

সৌদি সৈন্য ও অস্ত্র

সৈন্য: ২ লাখ ৫১ হাজার ৫০০
ট্যাঙ্ক : ৯০০
নতুন যুদ্ধ বিমান: ৩৩৮
টাইফুন জেট: ৬৪টি
পেট্রলিঙ্গ জাহাজ: ১১

ইরানের সৈন্য ও অস্ত্র হলো

সৈন্য: ৫লাখ ৬৩ হাজার
ট্যাঙ্ক: ১ হাজার ৫১৩
নতুন যুদ্ধ বিমান: ৩৩৬
টাইফুন জেট: নেই
পেট্রলিঙ্গ জাহাজ: ১৯৪

এ হিসেব মতে দেখা যায় শুধু বিমান ছাড়া সব ক্ষেত্রে ইরান এগিয়ে আছে। এছাড়াও বেশ কিছু দিক থেকে সৌদি থেকে ইরান এগিয়ে আছে৷ ফলে যুদ্ধে ইরানের সাথে হেরে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে সৌদির। তবে মিত্রশক্তির সহযোগিতা পেলে চিত্র ভিন্ন হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

সূত্র: ডেইলি পাকিস্তান

নবীজিকে কতটা ভালোবাসেন? লিখুন, জানবে বিশ্ব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ