শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


দল উজ্জীবিত করতে খালেদা জিয়ার ৩ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের চাঙ্গা করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এসব কর্মসূচি বাস্তবায়নে নিজে অংশগ্রহণ করবেন দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া

আগামী নির্বাচনের পূর্ব পর্যন্ত বিএনপির সব দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করবে ২০ দলীয় জোটের শরিক দলগুলোও।

বিএনপির কর্মসূচির প্রথম সারিতে রয়েছে বিভাগীয় শহরগুলোতে খালেদা জিয়ার ‘রোড শো’ এবং মহাসমাবেশ। এরপর পর্যায়ক্রমে জেলায় জেলায় জনসভা।

কক্সবাজারে দলীয় নেত্রীর সফর ও পথসভাগুলো বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া ফেলার পর বিভাগীয় শহরগুলো ‘রোড শো’ করার সিদ্ধান্ত নেই বিএনপি এবং তাতে সাড়া দেয় ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ।

‘রোড শো’র সূচনা সিলেট সফরের মাধ্যমে শুরু হতে পারে। এরপর খালেদা জিয়া  রংপুর ও রাজশাহী যাবেন। এ ৩ বিভাগকে অগ্রাধিকার দেয়ার কারণ হিসেবে বিএনপির নেতৃবৃন্দ আরেকটি কর্মসূচির কথা বলেছেন। তাহলো, বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ।

সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগে সভা করার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করবেন দলীয় নেত্রী।

খালেদা জিয়ার ৩য় কর্মসূচিটি হলো, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে আরেকটি জনসভা করা। এ সমাবেশের মাধ্যমেই বিজয়ের বার্তা পৌঁছে দিতে চান তিনি দলীয় নেতাকর্মীদের মাঝে।

এছাড়া ২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বড় করে সমাবেশ করবে বিএনপি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ