শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় আমেরিকার নতুন শর্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষা স্থগিত করলেই দেশটির সঙ্গে আলোচনায় বসতে পারে আমেরিকা। পিয়ংইয়ংয়ের সঙ্গে ওয়াশিংটের সম্ভাব্য সংলাপের ব্যাপারে নতুন এই শর্ত দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মেটিস।

তিনি ওয়াশিংটনে এক বক্তব্যে বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও ক্রমবর্ধমান পরমাণু অস্ত্র কর্মসূচি ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে সংলাপের পথে অন্তরায় হয়ে আছে। অবশ্য গত কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়া কেন তার ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত রেখেছে মার্কিন সেনাবাহিনী তা জানার চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন। খবর : এএফপির।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এমন সময় উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য সংলাপের জন্য নতুন শর্ত দিলেন যখন মার্কিন সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডার অ্যাডমিরাল হ্যারি হ্যারিস বৃহস্পতিবার বলেছিলেন, সামরিক সমর্থনপুষ্ট কূটনীতির মাধ্যমে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র নিয়ে সৃষ্ট সংকটের সমাধান করতে হবে। তিনি টোকিওতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি ওনোদেরা’র সঙ্গে এক সাক্ষাতে এ মন্তব্য করেন।


সম্পর্কিত খবর