শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ময়মনসিংহে শিয়ালের কামড়ে আহত ২৭; এলাকায় আতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায় শিয়ালের কামড়ে ২৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।  ময়মনসিংহ এসকে হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার দেওখোলা ইউনিয়নের কাতলাসেন গ্রামে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন একেএম আব্দুর রব বলেন, বর্তমানে এলাকায় অনেক শিয়াল বিচরণ করছে। এ ভয়ে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে উপজেলার কাতলাসেন এলাকায় একটি পাগলা শিয়াল গ্রামে প্রবেশ করে রাস্তা ও আশপাশের বাড়িতে ঢুকে অন্তত অর্ধশত মানুষকে আক্রমণ করে। এসময় ওই শিয়াল গ্রামের নারী পুরুষদের কামড় ও শরীরের বিভিন্ন স্থানে আচড় কাটে।

এদিকে শিয়ালের আক্রমণের খবর এলাকায় স্থানীয়ভাবে মাইক দিয়ে প্রচার করা হচ্ছে। গ্রামের সাধারণ মানুষকে ঘর থেকে বের হতে সতর্ক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে সর্বত্র।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম শিয়ালের কামড়ে আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি এলাকায় পুলিশও পাঠিয়েছেন বলে জানান।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ