শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


গালি দিলেই ৪২ হাজার টাকা জরিমানা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 হাওলাদার জহিরুল ইসলাম: দুবাই সরকার আদালতের উপর থেকে বিচার কাজের চাপ কমাতে ছোট ছোট অপরাধগুলোর বিরুদ্ধে পুলিশ ও ফ্যামিলি প্রসিকিউশনকে অনুমোদন দিয়েছে৷

দুবাইয়ের এ্যাটর্নী জেনারেল ইসাম ঈসা এক সরকারি বিবৃতিতে জানিয়েছেন, দুবাইয়ে আসা পর্যটকদের অতিরিক্ত ঝামেলা থেকে মুক্ত করতে উক্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

নতুন এই আইনে এটাও উল্লেখ করা হয়েছে যে, যদি কেউ কোনো নাগরিককে গালি দেয় তাহলে তাকে দুই হাজার দেরহাম জরমানি গুণতে হবে! যা বাংলাদেশি টাকায় প্রায় ৪২ হাজার টাকা হয়৷ তবে এখানে এটা স্পষ্ট করা হয়নি যে, দুবাই সরকার আসলে কোন জিনিসকে ‘গালি’ হিসেবে চিহ্নিত করেছে৷ ফলে ‘গালি’র ব্যাখ্যা জানতে আদালতে রুজু করার বিষয়টি কিন্তু রয়েই গেছে৷

এছাড়াও ঐ নতুন আইনে হোটেল ভাড়া পরিশোধ না করা ও ট্রাফিক আইন লংঘনের কারণেও সে দেশের নাদরিকদের গুণতে হবে মোটা অংকের জরিমানা৷

সূত্র: ডেইলি এক্সপ্রেস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ