শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


যুক্তরাষ্ট্রে ১ বছরে মুসলিমদের বিরুদ্ধে ৬১২১ টি পদক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এক রিপোর্টে উল্লেখ করেছে, ২০১৬ সালে আমেরিকায় মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে।

রিপোর্টে উল্লেখ করা হয়, আমেরিকায় গত বছর মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীরা ৬১২১টি পদক্ষেপ গ্রহণ করেছে। এর আগে ২০১৫ সালে মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের পদক্ষেপ ছিল ৫৮০০ টি।

এফবিএই ইসলাম বিদ্বেষীদের এসকল কার্যক্রমের ব্যাখ্যা দিয়ে বলেছে, ইসলাম এ সকল হামলার মধ্যে ৭৫ শতাংশ বর্ণগত উদ্দেশে প্রণোদিত হয়ে, ২১ শতাংশ ধর্মের প্রতি ঘৃণা এবং ১৭ শতাংশ লিঙ্গ জনিত কারণে সংগঠিত হয়েছে।

এর মধ্যে প্রায় অর্ধেক হামলা জাতিগত বৈষম্যের কারণে নিগ্রোদের উপর সংগঠিত হয়েছে। ২০১৬ সালে জাতিগত বৈষম্যের জন্য ৩৪৮৯ বার হামলা চালানো হয়। যা ২০১৫ সালে ৩৩১০ বার সংগঠিত হয়েছে।

সূত্র: ইকনা


সম্পর্কিত খবর