শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


চুক্তি হওয়ার ৩ সপ্তাহের মধ্যে নাগরিকদের ফিরিয়ে নেবে মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য চুক্তি স্বাক্ষরিত হলে ৩ সপ্তাহের মধ্যে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেয়ার আশ্বাস দিয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি।

গতকাল সোমবার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের ৩১তম সম্মেলনের এক প্ল্যানারি অধিবেশনে সু চির পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দেয়া হয়।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চলমান সম্মেলনের একটি প্লেনারি সেশনে মিয়ানমারের স্টেট কাউন্সিলর সু চি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দেন বলে ফিলিপিন্সের প্রেসিডেন্টের মুখপাত্র হ্যারি রক জানিয়েছেন।

রুদ্ধদ্বার ওই বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, মিয়ানমার বলেছে, তারা কফি আনান রিপোর্ট বাস্তবায়নের প্রক্রিয়ায় আছে, তারা ত্রাণ সহায়তাকে স্বাগত জানাচ্ছে। বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারকে সই হওয়ার তিন সপ্তাহের মধ্যে বাস্তুচ্যুতদের প্রত্যাবাসনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের প্রতিনিধিরা ওই অধিবেশনে রোহিঙ্গা সংকট আলোচনায় তোলে বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সিএনএন ফিলিপিন্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ