বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


হাঙ্গেরিতে কোনো মসজিদ হতে দেয়া হবে না: শাসক দলের সংসদ নেতা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

হাঙ্গেরিতে কোনো মসজিদ হতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল ফিদেজের একজন সিনিয়র নেতা।

ফিদেজের সংসদীয় দলের প্রধান গ্রেগলি গুলেস গত শুক্রবার ইকো টিভি টকশোতে এমন মন্তব্য করেছেন।

টিভি টকশোতে তিনি সাম্প্রতিক নিউইয়র্ক হামলা বিষয়ে আলোচনা করার সময় এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘হাঙ্গেরিতে কোনো মসজিদ হতে দেয়া হবে না। আমাদের নিরাপত্তা নিশ্চিত কথা চিন্তা করে এটা হতে দেয়া হবে না। এখানে মসজিদ হলে সমাজে নেতিবাচক প্রভাব পড়বে।’

তিনি পশ্চিম ইউরোপরে প্রতি অভিযোগ করে বলেন, ‘পশ্চিম ইউরোপে এ হুমকি রোধে কিছু করে নি। এজন্য উগ্রপন্থী ইসলামিস্টরা তাদের মাথায় সওয়ার হয়েছে।

https://cdni.rt.com/files/2016.11/article/583d9b02c361889c508b45d3.jpg

হাঙ্গেরির বিমর্ষ মুসলিম

ধারণা করা হয়, প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পর দেশের দ্বিতীয় ক্ষমতার তিনিই।

তবে ‘দ্য হাঙ্গেরিয়ান মুসলিম ডিফেন্স লিগ’ শনিবারই গ্রেগলির এ বক্তব্যের প্রতিবাদ করেছে। তারা বলেছে, এমন বক্তব্যের ফলে সমাজে ইসলাম চর্চা ক্ষতিগ্রস্থ হবে। অথচ জনগণের স্বাধীনভাবে ধর্মচর্চার অধিকার রয়েছে।

তারা আরও বলেছে, ‘গত বছর হাঙ্গেরিতে ইসলাম পদার্পনের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত ছিলেন। এখন তিনি কিভাবে এ নিষেধাজ্ঞা আরোপের কথা বলতে পারেন। যা মৌলিক মানবাধিকার, ই্উরোপীয় আইন ও দেশীয় আইনের সঙ্গে সাংঘর্ষিক।

সূত্র : দ্য বুদাপেস্ট বিকন

ভিডিও দেখুন :


সম্পর্কিত খবর