শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশে হাসপাতাল স্থাপন করবে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারের সেনাবাহীনি ও উগ্রবাদী বৌদ্ধদের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের মানবিক সহায়তা দেয়ার জন্য একটি হাসপাতাল স্থাপন করবে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। তবে, কবে নাগাদ এর কার্যক্রম শুরু হবে তা জানা যায় নি।

গতকাল রোববার ইরানভিত্তিক গনমাধ্যম পার্সটুডে বাংলাদেশে নিয়োজিত ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি হাসান এসফান্দিয়ার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসান জানিয়েছেন, তারা রোহিঙ্গা উদ্বাস্তুদের মাঝে চিনি, রান্নার তেল এবং চা-সহ নানারকম ত্রাণ সামগ্রী বিরতণ করেছেন। এর আগে, ইরান কয়েক দফায় বিমানে করে বিপুল পরিমাণ কম্বল, খাদ্যসামগ্রী ও জরুরি পণ্য এবং ওষুধ পাঠিয়েছে ইরান।

গত ২৫ আগস্ট মিয়ানমারের সেনাবাহিনী তাদের ক্যাম্পে হামলার অভিযোগ এনে রোহিঙ্গা মুসলমানদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ ও নির্যাতন শুরু করে। সেনাদের সঙ্গে যোগ দেয় উগ্রবাদী বৌদ্ধরা। নির্যাতনের শিকার রোহিঙ্গা মুসলমনরা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ