শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


প্রশিক্ষণার্থী মুসলিম মার্কিন সেনার ওপর বর্বরোচিত নির্যাতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন মেরিন বাহিনীতে মুসলিম সেনার ওপর বর্বরোচিত নির্যাতনের খবর পাওয়া গেছে। চাঞ্চল্যকর এ তথ্য সম্প্রতি গণমাধ্যমে উদ্ঘাটিত হয়েছে।

জানা যায়, ৩৪ বছরের ফেলিক্স তিন মুসলিম মেরিন সেনাকে প্রশিক্ষণের নামে অমানুষিক নির্যাতন করেছে। তাদেরকে মৌখিক ও দৈহিক নির্যাতন করার বিষয়টি প্রমাণিত হয়েছে। সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের প্যারিস দ্বীপের মার্কিন মেরিনের একটি স্থাপনায় প্রশিক্ষণ চলাকালে এ সব মুসলিম নির্যাতনের শিকার হয়েছিলেন।

ফেলিক্স এ সব প্রশিক্ষণার্থীর উদ্দেশ্যে ইসলাম অবমাননাকর মন্তব্য করতেন। পাশাপাশি শিল্পখাতে ব্যবহার করা হয় এমন যন্ত্রের মাধ্যমে তাদের ওপর দৈহিক নির্যাতন চালিয়েছে।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে এ সব তথ্য দিয়েছেন মার্কিন সরকার পক্ষে কৌসুলি লে. কর্নেল জন নোরম্যান।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, মুসলিম মেরিন প্রশিক্ষণার্থীদেরকে ডাকার সময়ে তাদেরকে 'সন্ত্রাসী' এবং 'আইএস' হিসেবে সম্বোধন করতো ফেলিক্স।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ