মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


উন্নত চিকিৎসার জন্য ভারত গেলেন মাওলানা আতাউল্লাহ বিন হাফেজ্জি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

উন্নত চিকিৎসা সেবার জন্য ভারতে যাচ্ছেন হজরত হাফেজ্জি হুজুর রহ. এর ছোট ছেলে এবং খেলাফত আন্দোলন বাংলাদেশের আমির হাফেজ মাওলানা ক্বারী শাহ আতাউল্লাহ।

আজ শনিবার ১০টায় ভারতের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

জামিয়া নুরিয়ার শিক্ষক মাওলানা আকরাম হুসাইন আওয়ার ইসলামকে এ সংবাদ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামিয়া নুরিয়ার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা শাহ আতাউল্লাহ বিন হাফেজ্জি দীর্ঘদিন হার্টের সমস্যা ভুগছিলেন। ইতোমধ্যে একবার তার হার্টে রিং পরানো হয়েছে। কিন্তু বিশেষ কোনো উন্নতি না হওয়ায় তিনি ভারতে গেছেন।

দেশের বিশেষজ্ঞ ডাক্তাদের পরামর্শক্রমেই তিনি  ভারত গেছেন বলে জানান তিনি। দিল্লির "মেক্স সাকেট" হাসপাতালে ওপেন হার্ট সার্জারি হবে।

চিকিৎসা শেষে আগামী ২১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

মাওলানা আকরাম হুসাইন কামরাঙ্গীরচর মাদরাসার পক্ষ থেকে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ