মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫


এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে খেলাফত প্রতিষ্ঠায় সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে : অধ্যক্ষ মাওলানা ইসহাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : খেলাফত মজলিসের আমীর ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক বলেছেন,  এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে খেলাফত প্রতিষ্ঠায় সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।

বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে ‘উলামায়ে কেরামের ঐক্য চাই, খেলাফত ভিত্তিক রাষ্ট্র চাই’ স্লোগানকে সামনে রেখে খেলাফত মজলিস আয়োজিত বিভাগীয় উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

খেলাফত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল ভেদাভেদ ভুলে উলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরোও বলেন, 'আজ ৯০ বছর বয়সেও রাজপথ ছাড়িনি, ইনশাআল্লাহ আমার শেষ নিঃশ্বাস প্রর্যন্ত এই রাজপথে থেকে খেলাফত প্রতিষ্ঠার জন্য শহীদি তাম্মানা ধারণ করে আছি। আলেমদের ঐক্যের জন্যও সর্বদা কাজ করে যাচ্ছি।'

দলের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদের সভাপতিত্বে সম্মেলনে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

খেলাফত মজলিস সিলেট মহানগরীরর সেক্রেটারি ও বিভাগীয় উলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কে এম আব্দুল্লাহ আল মামুন, মাওলানা তাজুল ইসলাম হাসান ও মাওলানা মুখলিছুর রহমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে দলের সিনিয়র নায়েবে আমীর ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান, মাওলানা আব্দুল বাসিত আজাদ, মাওলানা সাখাওয়াত হোসাইন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিন।

সম্মেলনে আমন্ত্রিত উলামাদের মধ্যে বক্তব্য রাখেন, শায়খুল হাদিস মাওলানা আব্দুস শহীদ শায়খে গলমুকাপনী, মাওলানা মোস্তফা কামাল চৌধুরী সুনামগঞ্জী, মাওলানা নুরুল ইসলাম মইজপুরী, মাওলানা আহমদ আলী, মাওলানা আব্দুল হেকিম নিশাপটি, জামেয়া তায়িদুল উলুম ফতেহপুর কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা হিফজুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুস সাত্তার প্রমুখ।

সম্মেলনে অনআন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় উপদেষ্ঠা পরিষদের সদস্য হাফিজ মাওলানা নুরুজ্জামান, প্রিন্সিপাল সৈয়দ মুহিবুর রহমান, সিলেট মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমান, মৌলভীবাজার জেলা সভাপতি অধ্যাপক মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা হোসাইন নূরী চৌধুরী।

এছাড়াও, সম্মেলনে সিলেট বিভাগের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ বক্তব্য রাখেন।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ