শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


বন্দুকযুদ্ধে সৌদি প্রিন্স আবদুল আজিজ বিন ফাহাদ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

সৌদি আরবে প্রিন্স মানসুর বিন মুকরিন নিহত হওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই আরেকজন প্রিন্স নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। তিনি হলেন, বাদশাহ ফাহাদের ছেলে আবদুল আজিজ বিন ফাহাদ।

সৌদি রয়েল কোর্ট তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায় নি।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, গতকাল তাকে গ্রেফতারের চেষ্টা করা হলে বন্দুক যুদ্ধে তিনি নিহত হন।

দ্য দারুন, আল মাসদার, সিয়াসাত ও ইন্ডিয়া টুডেতে তার মৃত্যুর খবর প্রচারিত হয়েছে।

তার মৃত্যুর খবর সর্বপ্রথম জনগণের সামনে নিয়ে আসে সাবেক এফবিআই এজেন্ট আলি হোসাইন সৌফান। তিনি তার ব্যক্তিগত টুইটার একাউন্টে লেখেন, ‘আবদুল আজিজের নিশ্চিত মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিলো ৪৪ বছর। সাবেক যুবরাজ মুকরিনের পুত্র মানসুর নিহত হওয়ার খুব নিকটবর্তী সময়েই এ ঘটনা ঘটলো।

প্রিন্স আবদুল আজিজ লেবাননের হারিরি পরিবারের মালিকানাধীন ওয়াগার কোম্পানির সাথে সম্পৃক্ত ছিলেন। লেবাননের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী এ কোম্পানির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে আবদুল আজিজের এ মৃত্যুকে আরও রহস্যপূর্ণ করে তুলেছে।

 


সম্পর্কিত খবর