শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


জামায়াতের সঙ্গে বৈঠক করেছে আ.লীগ : গয়েশ্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম 
ডেস্ক

জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারি দল আওয়ামী লীগ গোপনে বৈঠক করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ রোববার এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জামায়াত নেতাদের সঙ্গে তারা (আওয়ামী লীগ) বৈঠক করেছে। কিন্তু দলটিকে বাগে আনতে পারছে না। মানে জামায়াত মাশুলটা বেশি দিয়ে ফেলছে। সেজন্য দলটির নিচের স্তরের নেতাকর্মীরা কোনো অবস্থাতেই এটা মেনে নিতে পারছেন না।’

তিনি বলেন, “জামায়াতে ইসলামী রেজিস্ট্রেশন নিয়েছে এবং রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ১৯৮৪ সালে হুসেইন মো. এরশাদ সরকারের আমলে।”

গয়েশ্বর একথা বললেও বাংলাপিডিয়ায় জিয়াউর রহমানের শাসনামলেই জামায়াতের পুনরুত্থানের কথা বলা হয়েছে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ