রবিবার, ০৫ মে ২০২৪ ।। ২২ বৈশাখ ১৪৩১ ।। ২৬ শাওয়াল ১৪৪৫


কে এই গ্রেফতারকৃত প্রিন্স ওয়ালিদ বিন তালাল? (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ 

দুর্নীতির অভিযোগে সৌদি আরবের ১১ জন প্রিন্স এবং বেশ কয়েক জন বর্তমান ও প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের তালিকায় রয়েছেন সৌদির ধনকুবের প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল।

সৌদি যুবরাজদের মধ্যে অত্যন্ত ওয়ালিদ বিন তালাল প্রভাবশালী ও ধনী।

এক সঙ্গে এতোজন শাহজাদা গ্রেফতার হওয়ায় সৌদি আরবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষত শাহজাদা ওয়ালিদ বিন তালালের গ্রেফতারে সারা পৃথিবীর ব্যবসায়ীদের কপালে ভাঁজ পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

এখন প্রশ্ন হচ্ছে কে এই ধনকুবের বাদশাহ ওয়ালিদ বিন তালাল?

আল ওয়ালিদ বিন তালাল জন্মগ্রহণ করেন সৌদি আরবের জেদ্দায় ১৯৫৫ সালের ৭ মার্চ।  তিনি একাধারে সৌদি আরব ও লেবাননের নাগরিক। ঐতিহাসিক ব্যক্তিত্ব, কিছু ক্ষেত্রে লিজেন্ড কিংবা তার চেয়েও বেশি।

সৌদি শাসক আবদুল আজিজ আল সৌদ ছিলেন তার দাদা। বর্তমান সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ-এর ছোট ভাই তালাল বিন আলে সৌদের ছেলে।

এছাড়াও,  তিনি সৌদি আরবের সিটি গ্রুপ ইন করপোরেশনের সবচেয়ে বড় একক বিনিয়োগকারী। শাহজাদা ওয়ালিদ বিন তালাল সৌদির আরবের শীর্ষ কোম্পানি ‘কিংডম হোল্ডিং’ এর সত্ত্বাধিকারী।

সিটি গ্রুগ ও টুইটার সামিটের অংশিদার। তিনি আন্তর্জাতিক টিভি নেটওয়ার্কের মালিক।

ওয়ালিদ বিন তালাল কিছু দিন পূর্বে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন প্লাজা হোটেল কিনে নেন।

তিনি আন্তর্জাতিকভাবে কিংডোম হোল্ডিং কোম্পানির শেয়ারহোল্ডার ও মালিক হিসেবেই বেশি সমাদৃত এবং সুপরিচিত। কিংডোম হোল্ডিং পুরো বিশ্বে প্রভাবশালী একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান।

মধ্যপ্রাচ্যে তিনি সুপরিচিত এন্টারটেইনমেন্ট কোম্পানি রোটানার মালিক। বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন তার ব্যবসায়িক সফলতায় মুগ্ধ হয়ে তাকে ‘অ্যারাবিয়ান ওয়ারিয়ান বাফেট’ উপাধিতে ভূষিত করেছে।

তার মোট সম্পদের পরিমাণ ২৮ বিলিয়ন মার্কিন ডলার। ১৯৮৮ সালে তিনি সর্বপ্রথম ফোর্বস ম্যাগাজিনের নজরে আসেন। বর্তমান  ফোর্ব ম্যাগাজিনের তালিকায় ১০ প্রভাবশালী ব্যক্তির অন্যতম হিসেবে উল্লেখ করা হয় তাকে।

তিনি ব্যবসা ছাড়াও বিশ্বব্যাপী মানবহিতৌষী হিসেবে সুপরিচিত। তিনি আল ওয়ালিদ বিন তালাল ফাউন্ডেশন নামক দাতব্য প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক।  ওয়ালিদ বিন তালাল পৃথিবীর ৭তম  সেরা দাতা হিসেবেও পরিচিত।
ওয়ালিদ বিন তালালকে গ্রেফতারের অন্যতম লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গণে তার প্রভাব খর্ব করা। তবে তার গ্রেফতারে আন্তর্জাতিক বাজারে ধসের আশঙ্কা করা হচ্ছে।

[embed][/embed]


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ