শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ বিমানের পাইলট গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একজন পাইলটকে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করো হয়েছে। বিমান নিয়ে নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তার চারজন সহযোগীও আটক হয়।

দুপুরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে জানান, গ্রেফতার পাইলটের নাম মো. সাব্বির। তিনি বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফার্স্ট অফিসার হিসেবে কর্মরত।

পাইলট সাব্বিরের বিরুদ্ধে প্লেন নিয়ে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। সাব্বির নিহত জঙ্গি আবদুল্লাহর সহযোগী ও জামা-আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলেও জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।

আজ বিকেল ৪টায় র‌্যাব একটি সংবাদ সম্মেলন করবে জানা গেছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ