মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


ইউনেস্কোর স্বীকৃতি পেল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ দেয়া রেসকোর্স ময়দানের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। ১৯৭১ সালের ওই ভাষণে যুদ্ধের জন্য বাঙালি জাতিকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল।

সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো এ ঘোষণা দেয়।

সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ইরিনা বোকোভা ভাষণটিকে এবার 'মেমরি অব ওয়ার্ল্ড' (বিশ্বের স্মৃতি) বিভাগে 'ডকুমেন্টারি হেরিটেজ' (প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন।

১৯৭১ এ জ্বালাময়ী সে ভাষণের মধ্য দিয়ে সমগ্র জাতিকে মুক্তির দিক নির্দেশনা দিয়েছিলেন জাতির জনক ।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে বিশ্ব এখন আরো বড় পরিসরে জানবে।’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ