বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


লন্ডনে শনিবার শুরু হচ্ছে ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ষষ্ঠবারের মতো লন্ডনে শুরু হচ্ছে ইসলামী বইমেলা। আল কোরআন একাডেমির উদ্যাগে তিন দিন ব্যাপী বইমেলা শুরু হবে আগামীকাল শনিবার থেকে। শেষ হবে সোমবার রাতে।

জানা গেছে, বইমেলায় ইসলামি বইয়ের সমাহার থাকবে। ক্রেতাগণ আগ্রহমাফিক স্বল্পমূল্যে সংগ্রহ করতে পারবেন পছন্দের বই। একই সঙ্গে অন্যান্য ইসলামি আসবাবপত্রও থাকবে মেলায়।

স্থানীয় সময় বেলা দেড়টায় জোহরের নামাজের আগে পূর্ব লন্ডনের এলএমসি হলে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করা হবে। এতে নেতৃস্থানীয় ইসলামি ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

একাডেমির চেয়ারম্যান ড. হাফেজ মুনির উদ্দীন আহমদ মেলাকে সফল করতে এবং স্টল থেকে নিজেদের পছন্দের বই কিনতে সবাইকে অনুরোধ জানিয়েছেন।

শনিবার থেকে শুরু হওয়া মেলা শেষ হবে সোমবার। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলা খোলা থাকবে। বই মেলাকে সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

লন্ডন থেকে সাইকেলে হজে 8 ব্রিটিশ নাগরিক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ