শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


রোহিঙ্গা পরিদর্শনে আসছেন ইইউ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলাদেশ সফরে আসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী ক্রিস্টাস স্টাইলিয়ানাইডস।

আগামী ৩০ অক্টোবর বাংলাদেশে সফরে আসবেন তিনি।

এক টুইট বার্তায় ক্রিস্টাস স্টাইলিয়ানাইডস বলেছেন, কিছু মাস আগে আমি মিয়ানমারে গিয়েছিলাম। সেখানে আমার উপলব্ধি হয়েছে রোহিঙ্গারা আরও পাওয়ার অধিকার রাখে। তারা এ বিশ্বে কোনো মানুষের থেকে কম পেতে পারে না। তারা মৌলিক অধিকার পাওয়া যোগ্য। তারা একটি সুনির্দিষ্ট ও সমৃদ্ধ ভবিষ্যৎ পাওয়ার অধিকার রাখে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে সংকটময় মুহূর্ত পার করছে তা অস্বীকার করলে চলবে না। এ প্রচেষ্টা আন্তর্জাতিক আইন ও প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে হবে। রোহিঙ্গা সমস্যা নিরসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার আলোচনাকে আমি স্বাগত জানাই।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ