শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


আবারো ৬ রোহিঙ্গাকে পুশইন করল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ৬ রোহিঙ্গাকে পুশইন করেছে বিএসএফ। রোহিঙ্গারা একই পরিবারের সদস্য। মঙ্গলবার রাতে নাজিরাকোনা সীমান্ত দিয়ে ভারত থেকে প্রবেশ করে তারা।

বুধবার ভোর ৬ টার দিকে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম তাদের আটক করে থানা হেফাজতে নেন।

তারা হলেন- মিয়ানমারের রাখাইনের ওয়ালিজ শিকদারপাড়ার আব্দুল গণি (৩৫), তার স্ত্রী সালেহা খাতুন (৩৫) ও চার ছেলে মেয়ে জাহাঙ্গীর গণি (১০), নুর কলিমা (৬), সাইফুল ইসলাম (৩) ও ১০ মাস বয়সী তসলিমা খাতুন। প্রাথমিকভাবে জনা যায়, ভারত বাংলাদেশে তাদেরকে পুশইন করেছে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , আব্দুল গণি নামের ওই রোহিঙ্গা তার স্ত্রী ও চার ছেলে মেয়ে নিয়ে সীমান্ত দিয়ে ভোরে প্রবেশ করেন। স্থানীয় লোকজন তাদেরকে মানিকনগর গ্রামের ইছার উদ্দীনের বাড়িতে নিয়ে যায়। আশপাশের লোকজন তাদেরকে খাবার-দাবার দিয়ে সহায়তা করছেন। তাদের দেখতে ভিড় করেছেন উৎসুক মানুষ।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, তাদেরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ