শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ছাত্রকে শাসনের অভিযোগে মাদরাসা শিক্ষককে পিটুনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম: ছাত্রকে শাসন করার অভিযোগে কক্সবাজারের চকরিয়ার মাদরাসা শিক্ষককে পিটিয়েছে অভিভাবক।

২৩ অক্টোবর সকাল ১১ টায় চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসটার্মিনালেরর পশ্চিম পাশ্বে দারুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটেছে।

এনিয়ে আহত মাদরাসা শিক্ষক স্থানীয় কোচপাড়া গ্রামের আবু বকরের ছেলে মাওলানা আবদুর রহমান বাদী হয়ে হামলায় অভিযুক্ত মোঃ রিপনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে জানা গেছে, দারুল উলুম মাদরাসায় শিক্ষকতা করেন মাওলানা আবদুর রহমান (৩৫) ঘটনার দিন সকাল ১১ টায় শিক্ষার্থীদের পাঠদানকালে অভিযুক্ত মোঃ রিপন তার দুই সন্তান রিফাত ও সাদিয়াকে মারধরের কথিত অভিযোগ তুলে মাদরাসার ক্লাস রুমের ভেতরে ঢুকে শিক্ষক আবদুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে বেধম মারধর করে।

এক পর্যায়ে হামলাকারী রিপন ও তার স্ত্রী শিক্ষক রহমানকে মাটিতে ফেলে শিক্ষার্থীদের সামনে মাদরাসা ছেড়ে অন্যত্রে চলে না গেলে প্রাণে হত্যার হুমকি দেয়।

হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত মাওলানা আবদুর রহমানের খোঁজ খবর নেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল করিম সাঈদী, পৌর যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইন, পৌর মহিলা কাউন্সিলর আনজুমান আরা বেগম।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, শিক্ষকের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে থানার সহকারী উপপরিদর্শক জহির উদ্দিনকে নির্দেশনা দিয়েছেন। এএসআই জহির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে শিক্ষকের হামলাকারীর গ্রেপ্তার ও শাস্তির দাবী করেছেন সকল শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।


সম্পর্কিত খবর