বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
ফের ৩ দিনের হিট অ্যালার্ট জারি, হতে পারে বৃষ্টি যুদ্ধ কখনোই কোনো সমাধান দিতে পারে না: প্রধানমন্ত্রী সব ডিসি-এসপির সঙ্গে ইসির বৈঠক বৃহস্পতিবার ‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা

‘অবিলম্বে এবতেদায়ী মাদরাসাগুলো জাতীয়করণ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষার সর্বস্তরে ১০০ নাম্বারের ইসলাম শিক্ষা বাধ্যতামূলক ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা জাতীয় করণের দাবিতে বাংলাদেশ জমিয়তে তালাবয়ে আরাবিয়ার উদ্যোগে জাতীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সভায় নেতৃবৃন্দ বলেছেন, এবতেদায়ী মাদরাসা সমূহকে জাতীয় করণ করা না হলে মাদরাসা শিক্ষা ধ্বংস হয়ে যাবে। শিক্ষার প্রাথমিক পর্যায়ে যদি বৈষম্যমূলক আচরণ করার কারণে মাদরাসায় শিক্ষার্থী সংকট দেখা দিচ্ছে। ফলে মাদরাসার ফাউন্ডেশন ধ্বংস হয়ে যাচ্ছে।

তারা বলেন, অবিলম্বে ইবতেদায়ী মাদরাসাসমূহ জাতীয় করণ করতে হবে। প্রয়োজনে দাবি আদায়ে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

তারা বলেন, সারা দেশে ৬৩ হাজার ৬০১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে অথচ ২৫ হাজার এবতেদায়ী মাদরাসায় সরকারের কোন অনুদান দেয়া হয় না।

তারা আরও বলেন, শিক্ষার সর্বস্তরে ১০০ নাম্বারের ইসলাম শিক্ষা বাধ্যতামূলক না করলে আগামী প্রজন্ম ইসলাম সম্পর্কে অজ্ঞ হয়ে যাবে ফলে জাতীয় বিপর্যয় দেখা দেবে। যার নমুনা সমগ্র জাতি আজ প্রত্যক্ষ করছে।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার জাতীয় কর্মী সম্মেলনে জাতীয় নেতৃবৃন্দ একথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আবদুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক গবেষক ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, বাংলাদেশ জমিয়তুল মোদাররেসিনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজী, ইসলামী বিশ্ববিদ্যালয় ধর্মতত্ব অনুষদের সাবেক ডিন অধ্যাপক আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমির প্রিন্সিপাল শওকাত হোসেন, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান।

এছাড়াও বাংলাদেশ জমিয়তে তালাবয়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি এস এম সাখাওয়াত হুসাইন, সাবেক প্রধান সম্পাদক মওলানা মাহফুজুর রহমান, মাওলানা আবুবকর সিদ্দিক, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রধান সম্পাদক মুহাম্মদ আবদুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ আল আমিন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

যেভাবে হারিয়ে যাচ্ছে ইবতেদায়ি মাদরাসা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ