শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


রোহিঙ্গা ইস্যুতে আইপিইউ সম্মেলনে বাংলাদেশের ভোট ১০২৭, মিয়ানমারের ৪৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা সঙ্কট নিরসনে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশে পেয়েছে  ১০২৭ ভোট বিপরীতে মিয়ানমার পেয়েছে ৪৭।

১৩৭তম আইপিইউ সম্মেলনে মিয়ানমারের সংখ্যালঘু মুসলমানদের ওপর গণহত্যার বিষয়টি ইমারজেন্সি আইটেম হিসেবে গৃহীত হয়।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলমান আইপিইউ সম্মেলনের সাধারণ সভায় মঙ্গলবার রোহিঙ্গা ইস্যুটি বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়।

সম্মেলনে বাংলাদেশ প্রস্তাব দেয় ইস্যুটিতে ভোটাভুটির জন্য। বুধবার জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, আইপিইউ সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহল দেখছে খুবই গুরুত্বের সঙ্গে।

জাতিসংঘের চেয়ে বয়সে পুরনো, সারা বিশ্বের ১৭৩টি দেশের ৬৫০ কোটি মানুষের প্রতিনিধিত্বশীল সর্ববৃহৎ সংসদীয় ফোরামে রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হওয়ার বিষয়টি মিয়ানমারের বিরুদ্ধে বিশ্ব জনমতের প্রতিফলন বলে বিবেচনা করা হচ্ছে।

আইপিইউ সম্মেলনে উপস্থিত রয়েছে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল। নেতৃত্ব দিচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি।

গরিবের বাদামে চাঁদা’র লাথি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ