বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


মধ্যপ্রাচ্যের সব সঙ্কটের মূলে ইসরাইল; ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দখলদার ইসরাইলকে মধ্যপ্রাচ্যের সব সঙ্কটের মূল কারণ এমন মন্তব্য করলেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলামআলী খোশরো।

বুধবার নিরাপত্তা পরিষদের এক আলোচনা সভায় তিনিএ মন্তব্য করেন ।

তিনি বলেন, ফিলিস্তিনি ভূমি জবরদখল করে ইসরাইলের ইতিহাস শুরু হয়েছে এবং অন্যান্য দেশের ওপর আগ্রাসন চালিয়ে এটি টিকে রয়েছে। তেল আবিব এখন পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৬৮টি প্রস্তাব লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

ইসরাইলকে মার্কিন পৃষ্ঠপোষকতা মন্তব্য করে ইরানের রাষ্ট্রদূত বলেন, মার্কিন পৃষ্ঠপোষকতা নিয়ে ইসরাইল ফিলিস্তিনি জাতির ওপর ভয়াবহ পাশবিকতা চালিয়েছে এবং বিশ্বের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ট্রাজেডি সৃষ্টি করে রেখেছে। তিনি ইসরাইলের রাসায়নিক, পারমাণবিক ও জীবাণু অস্ত্রকে মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে উল্লেখ করেন।

আরএম

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ