মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


তিন হাসপাতালের কেউ জায়গা দেয়নি, রাস্তায় সন্তান প্রসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রসবের আগ মুহূর্তে টাকা না থাকায় তিন হাসপাতাল ঘুরেও ভর্তি হতে পারেনি। শেষ পর্যন্ত রাস্তাতেই সন্তান প্রসব করতে হয়েছে। তবে সন্তানকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হযনি।

এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজিমপুর মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা আজিমপুর ম্যাটারনিটির কমপ্লেক্সে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে পারভীন আক্তার (২৬) নামের এক নারী সেই সন্তান প্রসব করেন। অভিযোগ উঠেছে, টাকা দিতে না পারায় শুধু আজিমপুর ম্যাটারনিটি নয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরত আসতে হয়েছে পারভীন আক্তারকে।

তবে যে হাসপাতালটির উদ্দেশ্যই প্রসূতিদের সেবা দেওয়া, তার সামনেই এমন মর্মস্পর্শী দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েছেন মানুষ।

এ ঘটনায় আজিমপুর ম্যাটারনিটির আয়া শাহিদাকে সাময়িক বরখাস্ত করা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে।

 

ফেসবুক এক্টিভিস্টরা বলছেন, জনগণের টাকা গড়া সরকারি হাসপাতালও যদি গরিব রোগীকে ফিরিয়ে দেয় তাহলে এমন হাসপাতাল রাখার কি দরকার।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ