শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


হাদিস চর্চায় অভিনব সংস্থার পরিকল্পনা বাদশাহ সালমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
বিশেষ প্রতিবেদক

সৌদি আরবের বাদশাহ শাহ সালমান বিন আবদুল আজিজ ‘হাদিসে নববী’ নামে একটি নতুন সংস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা হাতে নিয়েছেন।  যা নবিজীর হাদিসের ওপর কাজ করবে।

মদিনা মুনাওয়ারায় এর প্রতিষ্ঠার কাজ শুরুর নিদর্শন দিয়েছেন বাদশাহ সালমান। ‘খাদেম হারামাইন শারিফাইন শাহ সালমান বিন আব্দুল আজিজ আল সউদ হাদিসে নববী’ নামে সংস্থাটির নামকরণ করা হয়েছে ।

হাদিসের শিক্ষকগণ এই সংস্থার সদস্য হতে পারবে। সংস্থা পরিচালনার জন্য উলামা কাউন্সিল গঠন করা হবে। প্রাথমিকভাবে শায়েখ মুহাম্মাদ হাসান ইবনে আল শায়েখকে এ সংস্থার চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

বাদশাহ সালমান এক বিবৃতিতে বলেন, কুরআনুল কারিমের পরে আল্লাহর রাসুলের হাদিস আমাদের পথনির্দেশক। হাদিসচর্চা মুসলমানদের জন্য অসামান্য এবং প্রয়োজনীয় বিষয়। আরবে ইসলামি আইন অব্যাহত রাখতে হাসিস চর্চার বিকল্প নেই।

সংগঠনের লক্ষ্য হল সর্বসাধারণ এই সংস্থার মাধ্যমে হাদিসের চর্চা এবং উপকার লাভ করতে পারবে।

১৩ বছর আগের প্রলয়ঙ্করী সুনামিতে বেঁচে যাওয়া একমাত্র মসজিদটি হবে কালের নিদর্শন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ