শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


এ কেমন রোগে আক্রান্ত সখীপুরের বাবা-ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পৃথিবীতে কতরকম রোগের খরব পাওয়া যায় তার হিসেবের শেষ নেই। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের শ্রীপুর গ্রামে দেখা গেল এমনই এক বিরল রোগে আক্রান্ত বাবা ছেলেকে।

তাদের পুরো চেহারায় টিউমারের মতো গুটি। যা নিয়ে দুর্বিষহ জীবন-যাপন করছেন বাবা বিল্লাল হোসেন (৫০) ও পুত্র মাসুদ রানা (১৮)। দরিদ্র হওয়ায় চিকিৎসাও করাতে পারছেন না।

বিল্লালের ডান চোখের ব্রু থেকে মুখমণ্ডল ও গালজুড়ে পুরো অংশ ছেপে গেছে বড় আকারের টিউমারের মত হয়ে। বাম চোখেও এরকম হওয়ার পথে। কপাল, মুখ, গলদেশসহ শরীরে বিভিন্ন অংশে অসংখ্য টিউমার জাতীয় গুটি রয়েছে। কোনোমতে চোখে দেখতে পান তিনি।

বিল্লাল হোসেন পেশায় একজন কৃষক। মা, স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান নিয়ে তার পরিবার।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ