শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


যান চলাচল স্বাভাবিক, হরতালের প্রভাব নেই রাজধানীতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামায়াতে ইসলামীর ডাকা ১ দিনের হরতাল চলছে সারাদেশে। তবে রাজধানীতে হরতারের কোনো প্রভাব দেখা যায়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দলটির আমির মকবুল আহমাদ, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে  আজ সকাল সন্ধ্যা এ হরতার ডাকা হয়।

হরতালে নাশকতা এড়াতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। তবে জামায়াতের কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যানবাহন; রাস্তায় বাড়ছে মানুষও। দোকানপাটও খুলতে শুরু করেছে।

এদিকে হরতাল প্রত্যাখ্যান করে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদসহ আট নেতাকে গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি। কর্মসূচির অংশ হিসেবে বুধবার সারা দেশে বিক্ষোভ এবং বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যার হরতাল ও শুক্রবার দোয়া দিবস পালন করবে তারা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ