মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


কাশ্মীর ভারতের অংশ নয়; মনে করে বিহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর ভারতের অংশ নয়। আলাদা রাষ্ট্র। এমনটাই মনে করে বিহারের পন্ডিতগণ। দেশটিতে সম্প্রতি এরকম একটি প্রশ্নপত্র নিয়ে তোলপাড় হচ্ছে।

রাজ্যের সরকারি স্কুলের পরীক্ষায় কাশ্মীর ও ভারতকে পৃথক রাষ্ট্র হিসাবে উল্লেখ করা হয়েছে।

যে প্রশ্নটি ঘিরে বিতর্ক তাতে জানতে চাওয়া হয়েছে, পাঁচটি দেশের নাগরিকদের কি নামে ডাকা হয়৷ ওই তালিকায় চিন, নেপাল, ইংল্যান্ডের পাশাপাশি কাশ্মীরকে আলাদা ভাবে দেখানো হয়েছে৷

বিহারের শিক্ষা দফতরের ‘পন্ডিত’ ব্যক্তিরা মনে করেন, কাশ্মীর ভারতের অঙ্গ নয়৷ বরং আলাদা দেশ৷

রাজ্যের সরকারি স্কুলের পরীক্ষায় সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীদের কাছে জানতে চাওয়া হয় চিন, নেপাল, ইংল্যান্ড, ভারত ও কাশ্মীরের নাগরিকদের কি নামে ডাকা হয়? গত ৫ই অক্টোবর পরীক্ষা নেওয়া হয়৷ আজ বুধবার শেষ হবে পরীক্ষা৷

কেন্দ্রের সর্বশিক্ষা অভিযান এবং বিহার শিক্ষা দফতরের আওতায় নেওয়া হচ্ছে এই পরীক্ষা৷ প্রশ্ন উঠছে এটা কি ছাপার ভুল? কিন্তু প্রশ্নপত্র ছাপতে যাওয়ার আগে তা আগে কম্পিউটারে টাইপ করা হয়৷ এরপর তা যাচাই করে প্রশ্নপত্র ছাপতে চলে যায়৷

প্রশ্ন উঠছে যিনি প্রশ্নপত্রটি তৈরি করেছেন তিনি কি ভেবে কাশ্মীরকে দেশের তালিকায় জুড়ে দিলেন? বিতর্কে সর্বশেষ খবর হলো কে এই কাজটি করেছে তাকে এখন খোঁজা হচ্ছে।

‍সূত্র: কলকাতা ২৪


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ