বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


ইসির সংলাপে ইসলামী ঐক্যজোটের ১১ দফা প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন দলের সঙ্গে সংলাপের অংশ হিসেবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার বিকাল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ১১ দফা দফা প্রস্তাবনা পেশ করেছে ইসলামী ঐক্যজোট।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সংলাপে সভাপতিত্ব করেন। অন্যান্য নির্বাচন কমিশনারসহ ইসির ভারপ্রাপ্ত সচিবও সেখানে উপস্থিত ছিলেন।

ইসলামী ঐক্যজোটের পক্ষে ১৮ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা আবদুর রশিদ মজুমদার, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিমউদ্দিন, অধ্যাপক মাওলানা এহতেশাম সারেয়ার, যুগ্ম মহাসচিব মুফতী মুহাম্মাদ তৈয়্যব হোসাইন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবুল কাশেম, মাওলানা শেখ লোকমান হোসাইন, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা মঈনউদ্দিন রুহী, সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা একেএম আশরাফুল হক, সাংগঠনিক সচিব মুফতি সাখাওয়াত হোসাইন, মজলিসে শুরার সদস্য পীরজাদা সৈয়দ মোঃ আহসান প্রমুখ।

ইসলামী ঐক্যজোটের ১১ দফা দাবির মধ্যে রয়েছে, ভোটের সুষ্ঠু পরিবেশে, পুলিং এজেন্টদের কাজের স্বাধীনতা, সেনা মোতায়েন, সব প্রার্থীর অভিন্ন পোস্টার, প্রত্যেক ভোট কেন্দ্রের পৃথক ফল প্রকাশ। ইত্যাদি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ