বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

রংপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 রংপুর প্রতিনিধি : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে দেব না। এ জন্য যা যা করার প্রয়োজন সবই আমরা করব। নির্বাচনে মানি ও ম্যাসলম্যানরা না থাকলে ৫০ ভাগ নির্বাচন
সুষ্ঠু করা সম্ভব।

তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার একান্ত প্রয়োজন।  কিন্ত আমাদের দেশে সেটা নেই।

শনিবার (৭ অক্টোবর) রংপুরে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন করতে না পারলে মুক্তিযুদ্ধের অবমাননা করা হবে।

রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুবাস চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুর সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু, নির্বাচন কমিশনের
সচিব হেলালুদ্দীন আহমদ, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ ও জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান , পুলিশ সুপার মিজানুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা
জিএম সাহাতাব উদ্দিন প্রমুখ।

পরে প্রধান অতিথি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মেয়র সরফুদ্দিন আহমেদের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে নিয়ে রংপুর সিটি করপোরেশন এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, যাদের জাতীয় পরিচয়পত্র আছে, তারাই পর্যায়ক্রমে এই ‘স্মার্ট কার্ড’ পাবেন। আগামী এক বছর নগরীর ৩৩ টি ওয়ার্ডের নির্ধারিত রেজিষ্ট্রেশন কেন্দ্রে পর্যায়ক্রমে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোটারগন এই স্মার্ট আইডি কার্ড পাবেন।

স্মার্ট কার্ড পাওয়ার জন্য ভোটারদের অবশ্যই পূর্বের লেমেনেটিং এনআইডি কার্ড/ভোটার স্লিপ সঙ্গে আনতে
হবে।

অপর সমন্বয়কারী সদর উপজেলা কর্মকর্তা সুমিয়ারা পারভীন জানান, রংপুর মহানগরীতে মোট ৩ লাখ ৯৪ হাজার ৪৮ ভোটার রয়েছে। এরমধ্যে বিভিন্ন ভুল থাকার কারণে সাড়ে সাত হাজারের মতো ভোটার তাদের স্মার্ট আইডি কার্ড পেতে বিলম্ব হবে।

এদিকে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে একটি হেল্প ডেস্ক খুলেছে এনআইডি উইং। যেকোনো ফোন থেকে ১০৫ নম্বরে কল করলে নাগরিকদের তথ্য জানাবেন জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের কর্মকর্তারা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ