বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ ।। ৩০ শ্রাবণ ১৪৩২ ।। ২০ সফর ১৪৪৭

শিরোনাম :
সমকামী এক্টিভিস্ট কর্তৃক দুই শিক্ষককে হত্যার হুমকির তীব্র নিন্দা  গাজা গণহত্যায় যুক্তরাষ্ট্রের ভূমিকা সবচেয়ে বেশি: আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট গণঅভ্যুত্থানে অগ্রভাগে ছিল মাদ্রাসা শিক্ষার্থীরা: ধর্ম উপদেষ্টা আ.লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও ‘অভ্যুত্থান’ হবে গণঅভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদ সরানো যায় না: মাহমুদুর রহমান আওয়ার ইসলামের উদ্যোগে সিরাতুন্নবী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, লক্ষাধিক টাকার পুরস্কার মা-বাবা ও উসতাদের সম্মানে দাঁড়ানো কি জায়েয? রাজধানীতে আবারও শক্তির জানান দিলো জামায়াত ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের সুখবর দিলেন সচিব জুলাই ঘোষণাপত্রের আলোকেই নির্বাচন দিতে হবে: জামায়াত নায়েবে আমির

ইত্তেফাকুল উলামার ২ যুগপূর্তি সম্মেলন শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ অরাজনৈতিক সংগঠন ইত্তেফাকুল উলামার দুইযুগ পূর্তি উৎযাপন করবে শনিবার।

এ উপলক্ষে সকাল ৯ টা থেকে ময়মনসিংহ শহরের টাউন হল মোড়ে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়মে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।

দীর্ঘ দুইযুগ যাবৎ দেশের সুসলমানদের ঈমান-আকীদা ও আজাদী সংরক্ষণে আন্দোলন-সংগ্রাম, নিরক্ষরতা দূরীকরণে মক্তব প্রতিষ্ঠার মাধ্যমে কুরাআনী শিক্ষার বিস্তার, ইসলামী জাগরণে তাফসীরুল কুরআন মাহফিল, সীরাতুন্নবী (সা.) সম্মেলন, মেধা বিকাশে তা'লীবে ইলমদের মাঝে বৃত্তি প্রদান, দেশের সকল দূর্যোগে আর্তমানবতার সেবায় অসহায় মানুষদের পাশে (বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ ও বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সাম্প্রতিক রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ কার্যক্রম) দাঁড়ানোসহ বহুমুখী কার্যক্রম করে যাচ্ছে সংগঠনটি।

কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে যৌথ সভাপতিত্ব করবেন, ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিহের মজলিশে শুরার সভাপতি মাওলানা আবদুর রহমান হাফেজ্জী ও দেশের প্রাচীনতম প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া এর শায়খুল হাদিস মাওলানা এমদাদুল হক।

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জামিয়া মাদানিয়া দারুল উলূম যাত্রাবাড়ী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ এর প্রিন্সিপাল ও শায়খুল হাদিস ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিহের মজলিশে শুরা সদস্য মাওলানা আজহার আলী আনোয়ার শাহ, জামিয়া মাদানিয়া বারিধারা এর প্রিন্সিপাল মাওলানা নূর হোসাইন কাসেমী, ময়মনসিংহ বড় মসজিদের ইমাম ও খতীব
ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিহের মজলিশে শুরা সদস্য মাওলানা আবদুল হক, জামিয়া কুরআনীয়া আরাবিয়া লালবাগ এর মুহাদ্দিস মুফতি ফয়জুল্লাহ, জামিয়া রাহমানিয়া সিনিয়র মুহাদ্দিস তারুণ্যদিপ্ত আলেম মাওলানা মামুনুল হক।

সংগঠনটি দুইযুগ পূর্তি উপলক্ষে দেশের খ্যাতিয়মান লেখক, সাহিত্যিকদের নিয়ে একটি স্মৃতি স্মারকও প্রকাশ করছে।

ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের একাধিক দায়িত্বশীল আওয়ার ইসলামকে জানিয়েছেন, দীর্ঘ দুইযুগের পথচলায় এই সম্মেলনটি হবে এ অঞ্চলের উলামায়ে কেরামের বৃহৎ জমায়েত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ