শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


আফগান প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা নিকৃষ্টতম কাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকে পৃথিবীর নিকৃষ্টতম কাজ হিসেবে উল্লেখ করেছেন বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন  বিদেশী সেনাবাহিনীকে কতোদিন থাকতে হবে সে প্রশ্ন করলে তিনি পরিষ্কার ভাষায় কিছু বলেন নি ।

তিনি বলেন, আগামী চার বছরের মধ্যে আফগানিস্তান থেকে হয়ত বিদেশী বাহিনী সরিয়ে নেয়া সম্ভব হবে।

অবশ্য এরপরও দেশটিতে কিছু বিদেশী সেনাকে থাকতে হবে বলে জানান তিনি। তিনি দাবি করেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে যুদ্ধের অংশ হিসেবে এ সব বিদেশী সেনাকে দেশটিতে থাকতে হবে।

যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে বর্তমানে প্রায় ১৪ হাজার ন্যাটো সেনা রয়েছে। আফগান বাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ এবং সহযোগিতার অজুহাতে এ বাহিনী দেশটিতে অবস্থান করছে।

সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ