শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


১৯০ কাতারি শিক্ষার্থীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মিসর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : মিসর সরকার ১৯০ জন কাতারি শিক্ষার্থীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে তারা মিসরীয় ইউনিভার্সিটিতে পড়ার অধিকার হারালো। নতুন ভিসা আইন অনুযায়ী তাদের উপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কাতার ভিত্তিক মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস (এনএইচআরসি) কমিটি গতকাল এ তথ্য জানিয়েছে।

এনএইচআসি বলেছে, তারা কাতারি শিক্ষার্থীদের পক্ষ থেকে এ পযন্ত ৯০টি অভিযোগ পেয়েছেন। তারা জানিয়েছেন, মিসরে লেখাপড়ার করা তাদের জন্য অসম্ভব হয়ে উঠছে।

নিষেধাজ্ঞায় পড়া কিছু শিক্ষার্থীর সেপ্টেম্বরে ফাইনাল পরীক্ষা দেয়ার কথা রয়েছে।

কাতারি পুরাতন শিক্ষার্থীদের ব্যাপারেও নতুন আইন প্রয়োগ করাই এ জটিলতা তৈরি হয়েছে।

বিশ্লেষকগণ মনে করেন, কাতারের উপর চাপ বৃদ্ধি করার জন্যই মিসর নতুন এ সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র : মিডলইস্ট মনিটর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ