শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ফটিকছড়ি পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে ৪৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

গতকাল মঙ্গলবার নির্ধারিত সময় পর্যন্ত তারা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে তিনজন মেয়র পদে, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬ এবং ৩৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনকে ঘিরে ফটিকছড়ি পৌর এলাকাজুড়ে এখন উৎসবের আমেজ।
নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে গত মেয়াদের মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন, বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে বিলুপ্ত রাঙ্গামাটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী গত মেয়াদের কাউন্সিলর ফারুক আহাম্মদ।

ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা শামশুল আলম ফৌজদার বলেন, তিন মেয়র প্রার্থী, ৬ নারী কাউন্সিলর ও ৩৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৫-৬ অক্টোবর মনোনয়নপত্র যাচাই বাছাই, প্রত্যাহার ১৪ অক্টোবর এবং ৩০ অক্টোবর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার সংখ্যা ৩২ হাজার ১২ জন।


সম্পর্কিত খবর