বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


‘রোহিঙ্গাদের জন্য চীনের দেওয়া ত্রাণ ফেরত দিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের জঙ্গী মগ সরকার কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের উপর পরিচালিত নির্যাতন অতীতের সকল বর্বরতাকে হার মানিয়েছে। মিডিয়ার সুবাদে গোটা বিশ্ব এ জঘন্যতম ঘটনা প্রত্যক্ষ করে তারা আজ চরমভাবে মর্মাহত।

‘মগের মুল্লুক’ কথাটা প্রবাদে থাকলেও আজ মিয়ানমারের রাষ্ট্রীয় জঙ্গিরা প্রমাণ করেছে বাস্তবে ‘মগের মুল্লুক’ কাকে বলে! সারা দুনিয়া যাই বলুক মগের গোষ্ঠি তাদের রক্ত নেশা পূরণ করেই চলেছে। অন্যদিকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সারা বিশ্ব এর প্রতিবাদ করলেও নির্লজ্জভাবে এ জঙ্গী রাষ্ট্রটির পাশে প্রকাশ্যে দাঁড়িয়েছে চীন, রাশিয়া সহ আরো কিছু রাষ্ট্র, যা বিশ্ব বিবেককে হতবাক করেছে।

চীন একদিকে জঙ্গীদের মদদ দিচ্ছে অপর দিকে বাংলাদেশে আগত রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠাচ্ছে। এটা নির্যাতিত মনবতার সাথে উপহাস আর ঠাট্টা ছাড়া কিছুই হতে পারে না। কাজেই চীনের প্রেরিত ত্রাণ অনতিবিলম্বে তাদের নিকট ফেরত দিন। বাংলাদেশ সরকার চীনের ত্রাণ গ্রহণ করে দেশবাসীকে লজ্জিত করেছে।

গতকাল বিকাল ৪ টায় নগর উত্তর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ উপর্যুক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার মিয়ানমার ইস্যুতে কূটনৈতিক তৎপরতায় অদক্ষতার পরিচয় দিলে এর খেসারত হবে দীর্ঘ মেয়াদী, যা সকলের জন্যই অকল্যাণ বয়ে আনতে পারে। তিনি রোহিঙ্গা সংকট নিরসনে জাতীয় সংলাপ আয়োজনের জন্য সরকারের প্রতি আহবান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, হারুন অর রশিদ, মোশাররফ হোসেন, মাওলানা আরিফুল ইসলাম, মাও. ছিদ্দিকুর রহমান, মুহাম্মদ নুরুল ইসলাম নাঈম, মুফতি জহির ইবনে মুসলিম, মুফতি মাছউদুর রহমান, ডা. মজিবুর রহমান, মুফতী ফরিদুল ইসলাম, হাফেজ হানিফ ভূইয়া, এইচ এম নিজাম উদ্দীন, হাজ্বী মোস্তফা কামাল প্রমুখ।

লাস ভেগাসে হামলাকারী একজন খ্রিস্টান, পেশাদার জুয়ারি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ