বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


বাড়িতে কুরআন রাখলেই শাস্তির নির্দেশ চিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারও মুসলিমদের ধর্ম পালনের স্বাধীনতায় হস্তক্ষেপ করল চিনা সরকার। এবার দেশটির দক্ষিণ-পশ্চিম প্রান্তের এশিয়া ম্যানর লাগোয়া শিনজিয়ান প্রদেশের বাসিন্দাদের কুরআন ও অন্যান্য যাবতীয় ইসলামি দ্রব্য জমা দিতে নির্দেশ দিল প্রশাসন।

এর আগেও কয়েকটি শহরে মুসলিমদের নামাজ আদায়, দাড়ি রাখা ও ইসলামি কাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যেগুলো এখনো চলমান।

বর্তমান এ নির্দেশে বলা হয়েছে, তল্লাশিতে কারও বাড়িতে ইসলামি কোনও পণ্য পাওয়া গেলে কড়া শাস্তির মুখে পড়তে হবে।

চিনের দক্ষিণ-পশ্চিম প্রান্তের ওই এলাকায় কাজ়াখ, উইঘুর, কিরঘিজের মতো সংখ্যালঘু উপজাতির বাস।

ইসলাম ধর্মাবলম্বী ওই জনজাতির প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কুরআনসহ অন্যান্য ধর্মীয় জিনিসপত্র।

রেডিও ফ্রি এশিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে চিনা প্রশাসনের তরফে ওই এলাকার বাসিন্দাদের স্পষ্ট জানানো হয়েছে, চাঁদ-তারা আঁকা সমস্ত পণ্য তাদের প্রশাসনের হাতে তুলে দিতে হবে। জমা দিতে হবে নামাজ পড়ার মাদুরও (জায়নমাজ)।

এ নির্দেশের ফলে সেখানকার মুসলিমরা আতঙ্কে রয়েছেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ