শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


সহায়ক সরকারের রূপরেখা না মানলে ভয়াবহ আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা নাকচ করে দেয়ার পর আবারও সহায়ক সরকারের জোর দাবি জানালো বিএনপি। বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহায়ক সরকারের দাবি জানিয়ে বলেছেন, ‘সরকার সহায়ক সরকারের রূপরেখা মেনে নিলে ভালো। না মানলে ভয়াবহ আন্দোলনের মুখোমুখি হতে হবে।’

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া শিগগিরই দেশে ফিরে সহায়ক সরকারের রূপরেখা দেবেন।

‘চাল ও শিশু খাদ্যসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য গঠনের দাবিতে’ মানববন্ধনের আয়োজন করে গণসংস্কৃতি দল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘আপনি হয়তো ভুলে গেছেন, খালেদা জিয়া আপসহীন নেত্রী। বিএনপি ও ২০ দলের পেছনে ফেরার কোনও রাস্তা নেই। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যা কিছু করা দরকার, তাই করব আমরা।  এ জন্য আপনাকে বলছি, অহঙ্কার করার কিছু নেই, সমঝোতায় আসুন। অন্যথায় আপনাকে ভয়াবহ আন্দোলনের মুখোমুখি হতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি এস আল-মামুনেরর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন চৌধুরী বেঙ্গল প্রমুখ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ