বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার আগামীদিনে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হবে দেশের হজ ব্যবস্থাপনা: ধর্মমন্ত্রী সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি চাঁদ মামার বয়স হয়েছে! চাঁদের বয়স কত?

বেফাক থেকে চাকরিচ্যুত কর্মীদের সংবাদ সম্মেলন; পুনর্বহালের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) থেকে চাকরিচ্যুত হওয়ায় সংবাদ সম্মেলন করেছেন ১০ কর্মচারী। তারা নিজেদের  তাদের অব্যহতিকে অবৈধ বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে যাত্রাবাড়ীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত কর্মচারীরা  এমন দাবি করেন।

তারা অভিযোগ করে বলেছেন,  কোনও ধরনের কারণ দর্শানো নোটিশ বা অব্যাহতিপত্র ছাড়াই বিনা অপরাধে আমাদের চাকরিচুত্য করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলালা জোবায়ের আহমদ। তিনি অফিস সহকারী হিসেবে বেফাকে কর্মরত ছিলেন।

জোবায়ের আহমেদ বলেন, ‘আমি১২ বছর ধরে বেফাকে কাজ করছি। হঠাৎ করেই আগস্ট মাসে মৌখিক নির্দেশে আমাকে চাকরিচুত্য করা হয়েছে। আমার কী অপরাধ, কেন চাকরিচ্যুত করা হয়েছে— জানানো হয়নি।’

মাওলানা ওহিদুজ্জামানও অফিস সহকারী হিসেবে বেফাকে কর্মরত ছিলেন। তিনি বলেন, ‘আমি গত ৯ বছর ধরে কাজ করে আসছি। কোনও কারণ ছাড়া আমাকেও চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে।’

চাকরিচ্যুত কর্মীদের দ্রুত পুনর্বহালের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। তারা সিনিয়র কর্মীদের ব্যাপারে নানারকম অভিযোগও করেন।

চাকরিচুত্যদের মধ্যে আরও আছেন— মাওলানা আব্দুল জলিল (সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক), মাওলানা মিজানুর রহমান (অফিস সহকারী), মাওলানা ফারুক আহমদ (অফিস সহকারী), মাওলানা শাকির আহমদ (অফিস সহকারী), মো. রকিব (অফিস সহকারী), মাওলানা মনিরুজ্জামান (অফিস সহকারী), মাওলানা সাইফুল (অফিস সহকারী, উচ্চ), মো. মোজাম্মেল (পিয়ন)।

তবে এর আগে বেফাকের কর্মকর্তারা আওয়ার ইসলামকে বলেছিলেন উল্লেখিত কর্মীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অব্যহতি দেয়া হয়েছে।

বেফাককে ঢেলে সাজানো হচ্ছে; ময়মনসিংহে বেফাকের নেতৃবৃন্দ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ