শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

আরাকানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে : মাওলানা মোহাম্মদ ইসহাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণে জাতিসংঘ, ওআইসিসহ সারা দুনিয়ার সামনে রোহিঙ্গা মুসলিম জাতি গোষ্ঠিকে ধ্বংস করে দেয়া হবে তা কোনভাবেই মানা যায় না।

আজ ২২ সেপ্টেম্বর, সকাল ৯টায় রাজধানীর শাহজাহানপুর¯’ মাহবুব আলী ইনস্টিটিউট মিলনায়তনে ইসলামী ছাত্র মজলিসের বিদায়ী কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হকের সভাপতিত্বে  অনুষ্ঠিত সদস্য সম্মেলন প্রধান অতিথির বক্তব্যেতিনি এ কথা বলেন।

মাওলানা ইসহাক বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেন,  রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় আরাকানে জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েন করতে হবে। মিয়ানমারের উপর অস্ত্র নিষেধাজ্ঞাসহ অবরোধ আরোপ করতে হবে। সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের জন্যে নিরাপত্তা জোন সৃষ্টি করতে হবে। মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর বর্বরতার বিরুদ্ধে বিশ্ববাসীকে কঠোর সিদ্ধান্ত গ্রহন করতে হবে।  যে সকল রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তার জান, মাল, ইজ্জতের নিরাপত্তা বিধান করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। অনুষ্ঠিত সদস্য সম্মেলনে সারা দেশ থেকে আগত সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০১৬-২০১৭ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস আহমদ এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন খালেদ আহমদ।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রুহুল আমীন সাদী, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মুস্তাফিজুর রহমান ফয়সল, সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি মুহাম্মদ হুজাইফা, সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেটতাওহীদুল ইসলাম তুহিন, সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আবদুল হাফিজ খসরু প্রমূখ।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ড. আহমদ আবদুল কাদের বলেন, আজকে বিশ্বে নানামুখী সংকঠ চলছে। বিশেষকরে মুসলিম বিশ্ব প্রকট সংকটের মুখোমুখী। এ সংকট মোকাবেলায় মুসলমানদের জ্ঞান ও চরিত্রের বলে বলিয়ান হতে হবে। ছোট খাটো মতপার্থক্য ভুলে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিম দেশগুলোতে প্রকৃত ঈমানদার মুসলমানদের নেতৃত্ব কায়েম করতে হবে।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ