শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


রোহিঙ্গাদের মাঝে সামাজিক সংগঠন মশালের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আর্তমানবতার আহবানে সাড়া দিয়ে এগিয়ে আসায় মনুষ্যত্বের দাবি। এ দাবি পূরণে এবং দেশ-দশের উন্নতি, সেবা, সমৃদ্ধির স্বপ্ন নিয়ে এগিয়ে এসেছেন চট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া’র প্রত্যয়দীপ্ত একঝাঁক প্রাক্তন কৃতি শিক্ষার্থী।

তাদেরই গড়া সামাজিক সংগঠন ‘মশাল’র উদ্যোগে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কক্সবাজার থেকে টেকনাফ ভাংগারমুখ পর্যন্ত (শামলাপুর, লেদা, বালুখালী, থানখালী, উখিয়া, টেংখালী, হ্ণীলা, ভাংগারমুখসহ) সংক্ষিপ্ত পরিসরে মায়ানমারে সীমাহীন নির্যাতন, নিপীড়ন, উচ্ছেদাক্রমনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানের মাঝে বিভিন্ন ত্রাণসামগ্রী ও নগদ অর্থসহায়তা প্রদান করা হয়।

সংগঠনটির সেক্রেটারি জেনারেল মাহমুদ মুজিব আওয়ার ইসলামকে জানান, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মশাল আগামীতেও এ সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। আর্তমানবতার পাশে থাকবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ