রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন

মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দিয়েছেন হেফাজত নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি হস্তান্তর করেছে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল স্মারকলিপি হস্তান্তর করেন।

প্রতিনিধি দলের অন্যতম সদস্য ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আওয়ার ইসলামকে এ সংবাদ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিয়ানমার দূতাবাসের কাছে আমাদের দাবিসম্বলিত স্মারকলিপি তুলে দিয়েছে।’

তিনি আরও জানান, ‘গুলশান জোনের পুলিশের উপ-কমিশনার এস এম মোস্তাক আহমদের নেতৃত্ব দূতাবাসের একটি প্রতিনিধি দল স্মারকলিপি গ্রহণ করেন। দূতাবাস প্রতিনিধিদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন আল্লামা নূর হোসাইন কাসেমী।’

প্রতিনিধি দলে আরও ছিলেন, ‘মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মাওলানা মুজিবুর রহমান পেশওয়ারী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আবদুল করীম, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মুনীর হোসাইন।

উল্লেখ্য, আজ হেফাজতের ইসলাম বাংলাদেশ তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বায়তুল মোকাররম সমাবেশে শেষে দুপুর ১২ টায় পল্টন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মিয়ানমার দূতাবাসের দিকে রওনা দেন। পথে শান্তিনগর পৌঁছলে পুলিশ বাধা দেয়। এরপর হেফাজতে ইসলামের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি পেশ করতে যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ