শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সবচেয়ে দুর্ভোগের শহরের তালিকায় ৭ নম্বরে ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: বিশ্বে সবচেয়ে দুর্ভোগের নগরীর তালিকায় রাজধানী ঢাকা রয়েছে ৭ নম্বরে। এক জরিপে বিশ্বে সবচেয়ে কম ও সবচেয়ে বেশি নাগরিক দুর্ভোগের শহরের তালিকা তৈরি করা হয়েছে। এ তালিকায় উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম।

এই জরিপ করা হয়েছে শহরের ট্রাফিক ব্যবস্থার শৃংখলা, গণপরিবহনের পরিবেশ, নগরে সবুজ উদ্যানের পরিমাণ, নাগরিকদের আর্থিক অবস্থা, তাদের ঋণ নেওয়ার পরিমাণ, শারীরিক ও মানসিক অবস্থা এবং বছরে শহরটি সূর্যের আলো কতখানি পায় তার উপরে ভিত্তি করে।

জরিপটি পরিচালনা করেছে ইংল্যান্ডের একটি প্রতিষ্ঠান। তারা বিশ্বের ১৫০টি শহরের ৫০০ স্থানে ১৭ ক্যাটাগরিতে তথ্য সংগ্রহ করে তাদের ফলাফল প্রকাশ করেছে। এ জরিপে তারা সবচেয়ে বেশি দুর্ভোগ ও সবচেয়ে কম দুর্ভোগের ১০টি করে নগরের নাম ঘোষণা করেছে।

এতে বিশ্বে সবচেয়ে দুর্ভোগের নগরীর তালিকায় প্রথম হয়েছে ইরাকের বাগদাদ, দ্বিতীয় আফগানিস্তানের কাবুল, তৃতীয় নাইজেরিয়ার ল্যাগোস, চতুর্থ সেনেগালের ডাকার, পঞ্চম মিশরের কায়রো, ষষ্ঠ ইরানের তেহরান, সপ্তম বাংলাদেশের ঢাকা, অষ্টম পাকিস্তানের করাচি, নবম ভারতের নয়াদিল্লি আর দশম হয়েছে ফিলিপাইনের ম্যানিলা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ