বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


ফিলিপাইনে মার্কিন বিরোধী বিক্ষোভ: ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আজ(শুক্রবার) দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

আমেরিকা রাষ্ট্র পরিচালিত সন্ত্রাসবাদ চালাচ্ছে বলে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা অভিযাগ করেন। পাশাপাশি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিয়ান্দানাওয়ে ওয়াশিংটনের সামরিক হস্তক্ষেপের নিন্দা করেন তারা। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী অভিযানে ফিলিপাইনের সেনাবাহিনীকে সহায়তার অজুহাতে সেখানে মার্কিন সেনা পাঠানো হয়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারী মুসলমানরা পরে জামায়াতে নামাজ আদায় করেন।

দেশটি থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতের্তের কুশ পুত্তলিকা পোড়ায়।

পার্সটুডে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ