শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


জাপানের ওপর দিয়ে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উ. কোরিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলোচনার মুখেই আবারও জাপানের ওপর দিয়ে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

ক্ষেপণাস্ত্রটি ৩ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হোক্কাইডো সাগরে গিয়ে পড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, ‘তার দেশ এমন বিপজ্জনক কাজ ‘কখনও সহ্য’ করবে না।’

আবে আরো বলেন, ‘উত্তর কোরিয়া যদি এমন কাজ করতেই থাকে তবে তাদের ভবিষ্যৎ ভালো নয়।’ এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়ার প্রধান বাণিজ্যিক মিত্র চীন ও রাশিয়ার উপর এই দোষ চাপিয়েছেন।

তিনি বলেন, ‘উত্তর কোরিয়ায় তেল রফতানি করে চীন আর সেদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী নিয়োগ দেয় রাশিয়া। এই দুই দেশকে অবশ্যই এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিপক্ষে ব্যবস্থা নিতে হবে।’

এর আগেও, গত মাসে উত্তর কোরিয়া এমন একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা যায়।

পিয়ংইয়ং বহুবার সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানার হুমকি দিয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার (৩ সেপ্টেম্বর) ক্ষেপণাস্ত্র বহনযোগ্য একটি হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোরও দাবি করে পিয়ংইয়ং। বিবিসি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ