বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


চিকুনগুনিয়ায় কেউ মারা যায় নি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংসদে প্রশ্নোত্তর পর্বে বলেছেন, দেশে চিকুনগুনিয়া কেউ মারা যায় নি। তিনি জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম উদ্দিনের দেয়া এক প্রশ্নের উত্তরে এ তথ্য দেন।

মন্ত্রী জানান, দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জন ও মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত সম্ভাব্য চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৫৭৯ জন। এর মধ্যে ঢাকায় ১৩ হাজার ৩৯৪ জন। ঢাকার বাইরে সারা দেশে ১৮৫ জন। আইসিসিডিআর-এ প্রাপ্ত রক্তের নমুনা পরীক্ষায় ৯৮০ জন চিকুনগুনিয়া আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে।

ডেপুটি স্পিকার অ্যাভভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ