মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ।। ৮ পৌষ ১৪৩২ ।। ৩ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ভারত যদি বাংলাদেশে নজর দেয় - পাকিস্তানের ক্ষেপণাস্ত্রগুলো জবাব দেবে’ নোয়াখালীর হাতিয়ায় চর দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ৫ ২৫ ডিসেম্বরের পর লাগাতার কর্মসূচি: ইনকিলাব মঞ্চ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে : অর্থ উপদেষ্টা তারেক রহমানের আগমন ঘিরে ব্যানার-বিলবোর্ডে ছেয়ে গেছে রাজধানী আইনজীবী আলিফ হত্যা মামলা বিচারিক আদালতে পাঠানোর আদেশ তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে অর্ধকোটির বেশি মানুষের উপস্থিতি হবে: রিজভী চায়না এম্বাসির চার্জ দ্যা এফেযার্সের সাথে ইসলামী আন্দোলনের বৈঠক ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে বিএনপি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে সংঘর্ষ, ২ ব্যারিকেড ভাঙলো বিক্ষোভকারীরা

গণহত্যার প্রতিবাদে মিয়ানমার ফুটসাল দলের কোচের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: আরাকানে রোহিঙ্গাদের হত্যাযজ্ঞের প্রতিবাদ হচ্ছে সারা বিশ্বে। এরই রেশ ধরে মিয়ানমারে সেনাবাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে পদত্যাগ করেছেন দেশটির ফুটসাল (ফুটবলের সংক্ষেপ সংস্করণ) দলের কোচ রেজা কুর্দি।

গত এপ্রিলে মিয়ানমার জাতীয় ফুটসাল দলের ভার নিয়েছিলেন ইরানের নাগরিক কুর্দি। তবে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতনে চুপ করে থাকতে পারেননি তিনি। কোচের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন।

কুর্দির পদত্যাগের প্রশংসা করেছেন ইরানের ন্যাশনাল অলিম্পিক কমিটির সভাপতি কিউমারস হাশেমি।

এক সাক্ষাৎকারে পদত্যাগের বিষয়ে কুর্দি বলেন, ফিফা সনদে বলা আছে- ধর্মীয় ও রাজনৈতিক ইস্যু ও মতাদর্শ খেলাধুলা থেকে পৃথক রাখতে হবে। তাই মিয়ানমার ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি।

তিনি বলেন, মিয়ানমারের এ গণহত্যা কোনোভাবেই সহ্য করা সম্ভব নয়। তাই আমি কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করে এ হত্যার প্রতিবাদ ও নিন্দা জানালাম।

সুচির কাছে ড. ইউনূসের ৭ প্রস্তাব

আওয়ার ইসলাম : নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস অং সান সুচিকে শান্তির পথ বেছে নেয়ার আহবান জানিয়েছেন। শান্তির পথ বেছে নিতে ৭টি প্রস্তাবও পেশ করেছেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ‘দ্য ন্যাশনাল’-এ লেখা এক নিবন্ধে তিনি মিয়ানমারের প্রভাবশালী নেতার প্রতি এ আহবান জানান।

তিনি সুচিকে রোহিঙ্গাদের নাগরিক অধিকার সুনিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।

রোহিঙ্গা সংকট নিরসনে ড. মুহাম্মদ ইউনূসের ৭টি প্রস্তাব হলো, ১.কফি আনান কমিশন হিসেবে পরিচিত অ্যাডভাইজার কমিশন অব রাখাইন স্টেট (এসিআরএস) এর সুপারিশকৃত পরামর্শগুলো বাস্তবায়ন হচ্ছে কি না তা নজরদারি করা।

২. মিয়ানমারে সহিংসতা নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ ও রোহিঙ্গাদের দেশত্যাগ থেকে বিরত রাখা।

৩. মিয়ানমারের বিভিন্ন স্পর্শকাতর অঞ্চলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়মিত প্রবেশাধিকার নিশ্চিত করা।

৪. মিয়ানমার ত্যাগকারী রোহিঙ্গাদের দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করা।

৫. মিয়ানমারের ভেতরে শরণার্থী শিবির তৈরি করা এবং জাতিসংঘের অর্থায়নে ও তত্ত্বাবধানে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা।

৬. এসিআরএসের প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দেয়া।

৭. মিয়ানমারের সব নাগরিককে রাজনৈতিক ও চলাফেরার মুক্তির নিশ্চয়তা দেয়া।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ