শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের অফিসের সামনে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনাবাহিনীর বর্বরোচিত নির্যাতন এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কয়েক হাজার মুসলমান ভিয়েনার জাতিসংঘের অফিসের সামনে সমবেত হয়।

বিক্ষোভকারীরা অস্ট্রিয়া এবং ইউরোপের অন্যান্য দেশের নাগরিক।

বিক্ষোভকারীরা এ সময় বিভিন্ন প্লেকার্ড বহন করে অরক্ষিত রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চালানো মিয়ানমারের কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর নানা অপরাধের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধরা গত ২৫ আগস্ট থেকে নতুন করে হামলা শুরুর পর শত শত অসহায় মুসলমান নিহত এবং হাজার হাজার মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে। সেদেশের সরকার রোহিঙ্গা মুসলমানদের নাগরিক অধিকারও কেড়ে নিয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ